লেদার কিভাবে যত্ন নিবেন তার নির্দেশনাবলি:
# কিভাবে চেনবেন আসল চামড়াঃ১. হাতে নিয়ে দেখুন পণ্যের ওজন কেমন? আসল চামড়ার পণ্যের ওজন তুলনা মূলকভাবে বেশি হয়।২. পণ্যের কোনা দিয়ে চিমটি দিয়ে দেখুন ফাইবার কেমন? আসল চামড়ার ফাইবার শক্ত ও প্রাকৃতিক মজবুত গাথুনি থাকে। নকল চামড়ার পণ্যের ফাইবার পলিথিনের চিকন রশির মত। টান দিলেই আলাদা হয়ে যায়।৩. গন্ধ নিয়ে দেখুন!! হাতের কাছে নিয়ে পণ্যের গন্ধ নিন!!! আসল চামড়ার পণ্যের গন্ধ বেশ জটিল। বিভিন্ন ধরনের ক্যামিক্যাল দিয়ে ফিনিস করার জন্য এমন গন্ধ হয়ে থাকে, বিশেষ করে চামড়ার জুতার পলিশিং ক্রিমের মত ...